বিবেকানন্দ ক্লাব: ৪
কেশব সংঘ: ২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। বিবেকানন্দ ক্লাব বনাম কেশব সংঘের ফুটবল ম্যাচ। পুরো খেলাটাই যেন দ্বিতীয়ার্ধে হয়েছে। নিষ্ফলা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বিবেকানন্দ ক্লাব ৪-২ গোলে জয় ছিনিয়ে সত্যিই দর্শকদের মন ভরিয়ে দিয়েছে। বিবেকানন্দ ক্লাবের পক্ষে একটি গ্রুপ লীগের শেষ ম্যাচে চতুর্থ জয়। এর সুবাদে যথারীতি বিবেকানন্দ ক্লাব গ্রুপ রানার্স নিশ্চিত করে সুপার লিগের ছাড়পত্রও অর্জন করে নিয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবলের বি- গ্রুপের ১১তম ম্যাচ। টান টান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা পুরোপুরি নিষ্ফলা থেকে যায়। কোনও দলের কেউই গোলের সন্ধান দিতে পারেনি । দ্বিতীয়ার্ধের শুরুতেই বিবেকানন্দ ক্লাবের জুয়েল দেববর্মার পর পর দুটো গোল খেলার ৪৮ ও ৫১ মিনিটের মাথায়। ৪ মিনিট বাদে পরিতোষ দেববর্মা আরও একটি গোল করলে ব্যবধান হঠাৎ করে ৩-০ হয় এবং এগিয়ে যায় বিবেকানন্দ ক্লাব। পরবর্তী সময়ে বিবেকানন্দ ক্লাবের ছেলেরা কিছুটা রক্ষণাত্মক খেললে ৭১ মিনিটের মাথায় কেশব সঙ্গের দীপু চাকমা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। ৭ মিনিট বাদে সুযোগ বুঝে বিবেকানন্দ ক্লাবের রবিউল আউয়াল আরেকটি গোল করে ব্যবধান বাড়িয়ে চার-এক করে নেয় এবং জয়ের পথ অনেকটা মসৃন করে তোলে। তবে শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় কেশব সংঘের আকাশ দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে ২-৪ করে নেয়। উল্লেখ্য, খেলায় অসদাচরনের দায়ে রেফারি দু দলের দুজন জুয়েল দেববর্মা ও বয়ান দেববর্মা কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অরিন্দম মজুমদার, শিবজ্যোতি চক্রবর্তী, সুকান্ত দত্ত ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বিকেল চারটায় জম্পুইজলা ফুটবল ক্লাব বনাম আনন্দভবন, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।