২৭ জুন মধ্যপ্রদেশে সফর প্রধানমন্ত্রীর, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা-সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): মঙ্গলবার, ২৭ জুন মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন মধ্যপ্রদেশের রানি কমলাপতি রেল স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনেরও সূচনা করবেন। সোমবার প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, গোয়া, বিহার ও ঝাড়খণ্ড মঙ্গলবারই বন্দে ভারত এক্সপ্রেসের কানেকটিভিটি পেতে চলেছে।

শাহদোল জেলার পাকারিয়া গ্রামেও যাওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও মধ্যপ্রদেশের প্রায় ৩.৫৭ কোটি সুবিধাভোগীর হাতে আয়ুষ্মান কার্ড প্রদান করবেন তিনি। পাকারিয়া গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। ওই গ্রামেই রাতের খাবারও খাবেন।