চড়িলামে নাবালিকা ধর্ষিতা, অভিযুক্তের কঠোর শাস্তি চাইল মহিলা মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ছেচুড়ীমাই চ্যাটার্জি কলোনি এলাকারধর্ষিতা নাবালিকার পরিবারের পাশে  দাঁড়ালো মহিলা  মোর্চার প্রতিনিধি দল৷ ছেচুড়ীমাই চ্যাটার্জি কলোনি এলাকার ধর্ষিতা নাবালিকার পরিবারের পাশে দাঁড়ালেন মহিলা  মোর্চার প্রতিনিধি দল৷  সোমবার দুপুরে  চড়িলাম বিজেপি মন্ডল মহিলা মোর্চার প্রতিনিধি দল ধর্ষিতা নাবালিকার বাড়িতে যান৷ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সম্পাদিকা কাকলি দেব সহ ময়লা মোর্চার অন্যান্য কার্যকর্তারা৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন মহিলা মোর্চার প্রতিনিধি দল৷ নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে   বিশ্রামগঞ্জ থানা থেকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ বিশ্রামগঞ্জ থানায় মামলা নাম্বার ১২/২০২৩ ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ঙ্ঙ্ক৷  অভিযুক্ত ইরফান হোসেনের  কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মহিলা মোর্চার মন্ডল সম্পাদিকা  কাকলি দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *