আগরতলা, ২৬ জুন (হি.স) : রবিবার গভীর রাতে মান্দাই বিধানসভার খামতিংবাড়ি ভিলেজেরতিপরা মথার এক কার্যালয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে।দমকল বাহিনী ও স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ঘটনায় মথার দলীয় কর্মীরা কয়েকজন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেছেন। তবে, এখনো পর্যন্ত মান্দাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
মান্দাই থানার জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত আনুমানিক তিনটে নাগাদ খবর আসে স্থানীয় মানুষ প্রত্যক্ষ করেন দুটি অপরিচিত গাড়ি মান্দাই বিধানসভার খামতিংবাড়ি ভিলেজের তিপরা মথার দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে পালিয়েছে।সাথে সাথে স্থানীয় মানুষই মান্দাই দমকল বাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু মান্দাই নাকা পয়েন্টে সারা রাত পুলিশ থাকা সত্ত্বেও ওই গাড়ি দুইটি দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় তিপরা মথার দলীয় কর্মীরা কয়েকজন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেছেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে মান্দাই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি তাঁরা। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

