কলকাতা, ২৬ জুন (হি. স.) : উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালেই হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেসে রওনা হন তিনি। ভোট পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যপালের।
জানা গিয়েছে, প্রথম দু’দিন দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন তিনি । এই সফরে উত্তরবঙ্গের ভোট পরিস্থিতি খতিয়ে দেখবেন। আগামী বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা ছাড়া আচার্য যে সব অস্থায়ী উপাচার্যকে বেছে নিয়েছিলেন, তাঁদের তিনি বৈঠকে ডেকেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই বৈঠকে মোট ১৩ জন উপাচার্যকে রাখা হয়েছে বলে জানা গেছে ।