প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত এএমসি রিক্রিয়েশন ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।।জয়ের ধারাবাহিকতা অব্যাহত আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাবের। সোমবার প্রগতি বিদ্যাভবনের মাঠে এ এমসির দল মুখোমুখি হয় প্রগতি প্লে সেন্টারের অভিভাবকদের। যদি ও অভিভাবকদের মধ্যে দুজন তরুণ ক্রিকেটার ও ছিল। এই প্রীতি ম্যাচে আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন টিম ৭ উইকেটের ব্যবধানে জয় হাসিল করে নেয়। রোদ বৃষ্টির দোলা চলের মধ্যেই সম্পন্ন হলো ম্যাচটি। টসে জয়লাভ করে প্রগতি প্লে সেন্টারের অভিভাবকরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তারা সংগ্রহ করে ১০৪ রান। বল হাতে পুর নিগমের পক্ষে লিটন দুর্দান্ত বোলিং করেন। এছাড়া অধিনায়ক অসিত দেববর্মা, আনোয়ার, রাজেশ, রমজানরা ও ভালো বোলিং করেন। জয়ের জন্য পুর নিগমের সামনে টার্গেট দাঁড়ায় ১০৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৩.১ ওভারেই প্রয়োজনীয় রান হাসিল করে নিলো। ব্যাটে পুর নিগমের পক্ষে শুভরাজ উল্লেখ যোগ্য মেজাজে ২৯ রান করেন। এছাড়া অসিত, কালা মিয়া এবং লিটন দলের পক্ষে ভরসা সূচক রান করার ফলে প্রগতির বোলিং আখেরে কোনো কাজেই আসে নি। সুবাদে জয় হাসিল করে মাঠ ছাড়লো আগরতলা পুর নিগমের রিক্রিয়েশন ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *