চুরাইবাড়িতে লরি আটকে বিস্তর পরিমানে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করার পর একের পর এক নেশা বিরোধী অভিযান সংঘটিত করে মাদক পাচারকারীদের মধ্যে কম্পন ধরালেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷
নেশা কারবারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা  করেছেন খোদ পুলিস সুপার৷  পুলিস সুপারের কাছে গোপন খবর ছিল রাজ্য থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে শুকনো গাঁজা নিয়ে যাওয়া হবে৷ সেই খবরের উপর ভিত্তি করে শনিবার গভীর রাতে  পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী , মহকুমার পুলিশ অধিকারিক দেবাশীষ সাহা ও চুড়াইবাড়ি থানার ওসি হরেন্দ্র দেববর্মা চুরাইবাড়ি থানার  সামনের নাকা পয়েন্টে যানবাহন তল্লাশি চালান৷ তল্লাশি চলাকালীন সময় একটি বারো চাকার লরি দাঁড় করায় স্থানীয় থানার পুলিস৷  সেই লরিতে তল্লাশি চালিয়ে লরির ভিতর থেকে ছোট ছোট ৫০ প্যাকেটে অনুমানিক মোট ২৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিস৷  আটক করা হয় লরি চালক আব্দুল  রহমানকে (৩০)৷ বাড়ি গোমতী জেলার উদয়পুরের রাজধনগর কাকড়াবন থানা এলাকায়৷  পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী  জানিয়েছেন,উনার কাছে গোপন খবর ছিল৷আর সেই খবরের ভিত্তিতে অভিযান চালালে  এই সাফল্য মিলে৷ উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৩৭লক্ষ ৫০০০০ টাকা হবে বলে জানিয়েছেন তিনি৷ তিনি আরো জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷সানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই পাচারকান্ডে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *