বিজেপি বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্বাচনে এলাকার দলীয় নেতা কর্মীরা  রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বিনিময় সভার আয়োজন করেন৷  মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷  বিবার ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে রবীন্দ্র ভবনে ২ নং হলে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সভা আয়োজন করা হয়৷  উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা,  বিজেপি সদর আরবান জেলা সভাপতি অসীম ভর্টাচার্য, পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যানরা৷ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে দল দেশের সর্বত্র এক মাস ব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ দলীয় সিদ্ধান্ত অনুসারেই বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়৷ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যেসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন সেগুলি সম্পর্কে তারাও যেন জনগণকে উৎসাহিত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *