বক্সনগরে ঈদ উপলক্ষে পশু হাট জমজমাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  বক্সনগরে ঈদ উপলক্ষে পশুহাট জমজমাট হয়ে উঠেছে৷  রবিবার আসন্ন ঈদ উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে বসে  পশুহাট৷গত কয়েক বছর করোনা অতিমারির কারণে ঈদ উপলক্ষে রাজ্য কোনো পশু হাট বসেনি৷ ফলে এই বছর ঈদ উপলক্ষে আয়োজিত পশু হাটগুলি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে একটি বাড়তি উৎসাহ৷রবিবার বক্সনগর মিনি স্টেডিয়ামে পশুহাট ঘুরে দেখা গেছে হাটে প্রায় দুই হাজার গরু,ছাগল বিক্রির জন্য তোলা হয়েছে৷শুধু সোনামুড়া নয় রাজ্যের বিভিন্ন মহাকুমা থেকে পশু ব্যবসায়ীরা হাটে তাদের গরু ছাগল  নিয়ে এসেছেন৷এদিন একটি গরু সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে৷ ক্রেতাদের বক্তব্য এই বছর পশুর হাট দামে কিছুটা চড়া৷ফলে ক্রেতাদের অনেকেরই বাজেট হিসেবে গড়মিল হয়ে যাচ্ছে৷ অন্যদিকে বাজারে পশুর মূল্য বেড়ে যাওয়ায় বিক্রেতারা অনেকেই খুশি৷এদিনের পশু হাট সকাল সাত ঘটিকা থেকে সারাদিনব্যাপী চলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *