ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে কেমতলির শতদল সংঘ। খেলা সোনামুড়া সাব ডিভিশন সিনিয়র মিট ক্রিকেটে। গত ১৮ জুনের পরিত্যক্ত ম্যাচটি বাদ দিলে শতদল সংঘ টানা তিন ম্যাচে জয়ী হয়ে আপাতত ১০ দলীয় লীগ আসরে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। বৃষ্টিতে পরিত্যক্ত ওই ম্যাচ থেকে ১ পয়েন্ট এসেছে শতদলের পকেটে। আজ, রবিবার মেলাঘর গ্রাউন্ডে সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটের ১৭ তম ম্যাচে কেমতলী শতদল সংঘ ১৫৫ রানের বিশাল ব্যবধানে বেঙ্গল টাইগার দুর্গাপুরকে পরাজিত করেছে। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের ম্যাচে ৪৬.১ ওভার খেলে শতদল সংঘ দুর্দান্ত ৩৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অমরেশ দাসের ১২০ রান এবং জাফর শরীফ মজুমদারের অপরাজিত ৬৪ রান উল্লেখযোগ্য। অমরেশ ৭৯ বল খেলে আটটি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২০ সায়ন সংগ্রহ করে। বেঙ্গল টাইগার দুর্গাপুরের জয় পাল এবং কৃষ্ণ দেবনাথ দুজনেই তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গল টাইগার দুর্গাপুর ৩২.৪ ওভার খেলে ১৭৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। বেঙ্গল টাইগার দুর্গাপুরের সাত্তার মিয়া সর্বাধিক ৯৬ রান পায়। ৭৭ বল খেলে সাত্তার দশটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরে ৯৬ রান সংগ্রহ করলেও চার রানের জন্য শতরান হাত ছাড়া তার আফসোস থেকে যায়। শতদল সংঘের প্রান্তোষ দাস ৪২ রানে ৪টি উইকেট পেয়েছে এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও জিতে নিয়েছে।
2023-06-25