নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলে শনিবার ইকো ইন্ডিয়া এবং জাতীয় স্বাস্থ্য মিশন এিপুরার যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধির উপর প্রশিক্ষণের আয়োজন করা হয়৷ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শিবির কে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ এ প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের এক কর্মকর্তা জানান সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে৷৷ এই প্রশিক্ষণ শিবির প্রত্যাশা পূরণে সফল হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷