সি-ডিভিশন : কেশব সংঘকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক স্কাইলার্ক ক্লাবের

স্কাইলার্ক-‌৮                                                                                      কেশব সঙ্ঘ-‌২

(‌ফিলিমন-‌হ্যাটট্রিক,কাইথেংগাও-‌২,এলসন,কেনেসি,গৌরাঙ্গ)‌                  (‌পইতো, আকাশ)‌

ক্রীড়া প্রতনিধি, আগরতলা, ২৩ জুন।।কেশব সঙ্ঘকে বিধ্বস্ত করে জয় পেলো স্কাইলার্ক ক্লাব। টানা ৩ ম্যাচে জয় পেয়ে ‘‌বি’ গ্রুপের শীর্ষে উঠে আসলো স্কাইলার্ক। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্কাইলার্ক জয়লাভ করে ৮-‌২ গোলে। শুক্রবার ম্যাচে নজর কেড়ে নেন স্কাইলার্ক ক্লাবের কাইথেংগাও কুকি। মাঝমাঠ থেকে গোটা দলকে কার্যত অক্সিজেন জুগিয়েছেন বা পায়ের ফুটবলার কাইথেংগাও। মাঝমাঠের ওই ফুটবলারটির মধ্যে কিছুটা দমের ঘাটতি দেখা দিলেও ফুটবলপ্রেমীরা মনে করছেন সঠিক প্রশিক্ষণ দেওয়া হলে আগামীদিনে রাজ্য ফুটবলের সম্পদ হয়ে দাড়ানোর ক্ষমতা রাখবে কুকি। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জর্জ ডার্লং-‌এর দল স্কাইলার্কের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। তবে প্রাপ্ত সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে হয়তোবা একডজন গোলে জয় পেতে পারতো স্কাইলার্ক। এদিন শুরুতেই এগিয়ে গিয়েছিলো প্রণব সরকারের দল কেশব সঙ্ঘ। পইতো দেববর্মার গোলে ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যায় কেশব সঙ্ঘ। শুরুতেই গোল হজম করার পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেন স্কাইলার্কের ফুটবলাররা। শুরু হয়ে ক্রমাগত আক্রমণ। আর এতেই খেই হারিয়ে ফেলে কেশব সঙ্ঘ। ২৪ মিনিটে সমতা ফেরায় স্কাইলার্ক। গোলটি করেন এলসন রিয়াং। এরপর ২৮ এবং ৩৮ মিনিটে পর পর দুটি গোল করে স্কাইলার্ককে এগিয়ে দেন ফিলিমন রিয়াং। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে কাইথেংগাও কুকি ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কেশব সঙ্ঘের শিবিরে ঝড় তুলেন স্কাইলার্কের ফুটবলাররা। ৬৮ মিনিটে গৌরাঙ্গ রিয়াং, ৭৩ মিনিটে ফিলিমন রিয়াং হ্যাটট্রিক করেন। এছাড়া ৭৮ মিনিটে কাইথেংগাও কুকি এবং ৮৩ মিনিটে কেনেসি ডার্লং গোল করেন। এরই মাঝে ৬৯ মিনিটে আকাশ দেববর্মা ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৮-‌২ গোলে জয়লাভ করে স্কাইলার্ক ক্লাব। ম্যাচটি দুর্দান্তভাবে পরিচালনা করেন বিলোনিয়ার অসীম বৈদ্য। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *