ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। আন্তর্জাতিক ক্যারাটেতে দারুণ সাফল্য পেয়েছে ত্রিপুরা। ২টি স্বর্ণপদক সহ মোট ১৩ টি পদক অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। নতুন দিল্লির তাল কোটরা ইনডোর স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ২২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল অংশ নিয়েছিল। দুর্দান্ত লড়াই করে ময়ূখ বিশ্বাস এবং অপেক্ষা সাহা স্বর্ণপদক পেয়েছে। রৌপ্য পদক পেয়েছে মৃন্ময়ী সূত্রধর, আরিশ রায়, জেকেন দেববর্মা, বিশ্বশ্রী দাস ও সঞ্চালী রায়। ব্রোঞ্জ পদক পেয়েছে কাশনি কর, সোহাগ দেবনাথ, বিরাজ বনিক, প্রিয়াংশি সোম, ঋষিকেশ পাল, শ্রীময়ী দেব। এবারকার আন্তর্জাতিক আসরে দুইটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ অর্থাৎ মোট ১৩ টি পদক পেয়ে দারুণ সাফল্য অর্জন করায় রাজ্য সংস্থা থেকে খেলোয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
2023-06-22