আগরতলা,২২ জুন : রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে বিদ্যুৎ গ্রাহকগণ দপ্তরের কাছে তাদের বিদ্যুতের চাহিদা নিয়ে আবেদন করতে এগিয়ে আসছেন। ইতিমধ্যেই আগরতলা শহরের ৩৯৫ জন গ্রাহক বিদ্যুৎ নিগমের কাছে বিদ্যুতের চাহিদার আবেদন জানিয়েছেন। এরমধ্যে ৩২৬ জন গ্রাহকের আবেদনে সাড়া দিয়ে দপ্তর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এ সংবাদ জানান। তিনি জানান, বিদ্যুতের চাহিদা থাকা স্বাভাবিক। কিন্তু সেই চাহিদার পরিমাণ বিদ্যুৎ দপ্তরকে অবশ্যই জানানো প্রয়োজন। বিদ্যুৎ দপ্তরের অফিসে সঠিক তথ্য লিপিবদ্ধ করতে হবে। দপ্তর গ্রাহকদের সেই প্রয়োজনীয়তা অনুসারে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবে।
বিদ্যুৎমন্ত্রী দপ্তরের বিভিন্ন কর্মসূচির উপর আলোকপাত করতে গিয়ে জানান, আগরতলা শহরে আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসানোর কাজ ২০১২ সাল থেকে শুরু হয়েছে। ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্ডারগ্রাউন্ড লাইন আগরতলায় বসানো হয়েছে মাত্র ৬০ কিমি। ২০১৮ থেকে ২০২৩ সালের এখন পর্যন্ত হয়েছে ১৮৪ কিমি আন্ডারগ্রাউন্ড লাইন বসানো হয়েছে। বিদ্যুৎমন্ত্রী জানান, ভবিষ্যতে স্পেশাল প্ল্যান অ্যাসিস্টেন্স ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় আগরতলায় আরও ১৮৯ কিমি আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়াও স্মার্ট সিটির অধীনে এইচটি এবং এলটি মিলিয়ে মোট ৪৬ কিমি আন্ডারগ্রাউন্ড ক্যাবলের কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, পুরো রাজ্যে বর্তমানে এইচটি লাইন ১৮,০৯১ কিমির মধ্যে আন্ডারগ্রাউন্ড ক্যাবল রয়েছে ৮২১ কিমি এবং এলটি লাইন ৩১,৮০২ কিমি মধ্যে ৬,১৩৪ কিমি এরিয়েল বাঞ্চ ও ১৯ কিমি আন্ডারগ্রাউন্ড ক্যাবল। তিনি জানান, আগরতলা শহরে বর্তমানে মোট ১৯৭ কিমি এইচটি এবং ৮৫৪ কিমি এলটি লাইন রয়েছে। এরমধ্যে আগামী দুই বছরে ১৯৭ কিমি এইচটি ও ৩৮ কিমি এলটি আন্ডারগ্রাউন্ড ক্যাবলে পরিবর্তিত হবে। বিদ্যুৎমন্ত্রী জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় সারা রাজ্যে আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসানোর কাজও চলছে। সাংবাদিক সম্মেলেন বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া সত্বেও রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের উদ্দেশ্যে দপ্তর সর্বদা সচেষ্ট রয়েছে।