শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি সুপার সিক্সের সুপার লিগ কাল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। শান্তির বাজারে আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট এখন সুপার লিগ পর্যায়ে। সুপার সিক্সের সুপার লীগ শুরু হচ্ছে ২১ জুন থেকে। ইতোমধ্যে শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা উদ্যোক্তারা সুপার সিক্সের সুপার লীগের ক্রীড়া সূচি ঘোষণা করেছে। লীগ পর্যায়ে অংশগ্রহণকারী দশটি দলকে প্রথমে দুটো গ্রুপে ভাগ করে খেলা হয়েছিল। দুটি গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স-এ পৌঁছেছে। এ-গ্রুপ থেকে সুপার সিক্সের ছাড়পত্র পেয়েছে কসমোপলিটন ক্লাব, মুহুরীপুর জনকল্যাণ সমিতি এবং ইয়াকথৌ ওয়েলফেয়ার সোসাইটি। গ্রুপ-বি থেকে তুইকর্মা যুব ক্লাব, রেক্স ক্লাব এবং ব্রউ জোয়াইন মৌথো সুপার সিক্সে পৌঁছেছে। ২১ জুন সুপার সিক্সের সুপার লিগের উদ্বোধনী ম্যাচে কসমোপলিটন ক্লাব খেলবে তুইকর্মা যুব ক্লাবের বিরুদ্ধে। ২২ জুন মুহুরিপুর জনকল্যাণ সমিতি খেলবে রেক্স ক্লাবের বিরুদ্ধে। ২৩ জুন ইয়াকথৌ ওয়েলফেয়ার সোসাইটি খেলবে ব্রউ জোয়াইন মৌথোর বিরুদ্ধে। একইভাবে গ্রুপ এ-র প্রতিটি দল গ্রুপ বি-র প্রতিটি দলের সঙ্গে খেলবে। এবং গ্রুপ বি-এর প্রতিটি দল গ্রুপ এ-র প্রতিটি দলের সঙ্গে খেলবে । সুপার সিক্সের সুপার লিগে ছটি দলের মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।