মুর্শিদাবাদ, ১৯ জুন (হি.স.): মুর্শিদাবাদের ফরাক্কায় উত্তর ইমাম নগরের মাঠপাড়া কেঁপে উঠল বোমা বিস্ফোরণে। ঘটনাটি ঘটেছে সোমবার। বিস্ফোরণে জখম হল ৫ শিশু। জখম প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। জখম হয়েছে আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। জখম আসাদুলকে রেফার করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
সোমবার ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায় পড়েছিল বোমাগুলি। বল ভেবে তা নিয়ে খেলতে যায় শিশুরা। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জখম হয় তারা। তাদের চিৎকার শুনে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। তাদের বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এখনও ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।