BRAKING NEWS

করিমগঞ্জের কানাইলালজিউর আখড়ায় রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত, সমাগম হচ্ছে দেশ-বিদেশের ভক্তকুলের


পাথারকান্দি (অসম), ১৯ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন কানাইবাজারে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত কানাইলালজিউর আখড়ায় রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। রথযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যে সমাগম ঘটছে দেশ-বিদেশের ভক্তকুলের।

বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার অন্তর্গত কানাইবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যামণ্ডিত শ্রীশ্রী কানাইলালজিউ আখড়ায় রথযাত্রা নিয়ে এবারও ব্যাপক প্রস্তুতি হাতে নি‌য়ে‌ছে আখড়া পরিচালন সমিতি। প্রাচীন এই রথযাত্রা মহোৎসবকে ঘিরে গত পক্ষকাল থেকে যাবতীয় প্রস্তুতি জোরকদমে চালিয়ে যাওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার ধর্মীয় এই উৎসবকে ঘিরে আয়োজক কমিটির কর্মকর্তাদের ব্যস্ততা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে প্রতিবারের মতো এবারও শ্রীশ্রী জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর, এমন-কি বাংলাদেশ থেকেও ভক্তরা আখড়ায় এসে জমায়েত হচ্ছেন।

প্রাচীন এই উৎসব উপলক্ষ্যে আখড়া চত্বরে বসবে মেলাও। এতে স্থানীয়দের পাশাপা‌শি অন্য স্থান থেকে ব্যবসায়ীরা নিজেদের পসরা নিয়ে মেলায় এসে যোগ দিচ্ছেন। কানাইলালজিউ আখড়া পরিচালন সমিতি ও রথযাত্রা পরিচালন কমিটির পদাধিকারীরা জানান, বিশুদ্ধ পঞ্জিকা মতে আগামীকাল মঙ্গলবার হাজার হাজার ভক্ত সমাগমের মাধ্যমে দিনভর বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের পাশাপাশি বিকলে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের রশি টানা হবে। আজ রাতে অনুষ্ঠিত হ‌বে শুভ অধিবাস। এতে এলাকার বৃহত্তর মণিপুরী সম্প্রদায়ের মহিলারা নামকীর্তন করে পুগোটা রাত জাগরণ করবেন।

প্রাচীন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি রাখা হচ্ছে। রথের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। রথযাত্রা উৎস‌বে এলাকার সকল সনাত‌নী ভক্ত‌দের উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আখড়া প‌রিচালন স‌মি‌তির প‌ক্ষে প্রমথেশ দে, সঞ্জয় দেবনাথ, পীযূষ দে, ফণীভুষণ দে, গণেশ দে, গৌরীশ দাস, দেবজিৎ দে, রাজীব সিনহা, পিঙ্কু দে, প্রভুদানন্দ দাসবাবাজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *