কলকাতা, ১৮ জুন (হি. স.) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সংলগ্ন হাওড়া জেলার একটি বাড়িতে জাল নোট ছাপানোর কারখানা ধরা পড়েছে। রাজ্য সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই বাড়িতে অভিযান চালিয়ে এই তথ্য প্রকাশ করে। এসওজি এ ঘটনায় শেখ সমীর (১৯) ও শেখ আরিফ (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে। দুজনেই হাওড়ার বাউরিয়া থানা এলাকার বাসিন্দা।
রবিবার সকালে সিআইডি জানায়, তাদের কাছ থেকে ৩ লাখ টাকার জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই নোটগুলি ৫০০ টাকার। শনিবার বিকেলে বাউরিয়া বাসস্ট্যান্ডের কাছে থেকে সন্দেহভাজনদের হেফাজতে নেওয়া হয়। তল্লাশি করে জাল নোট উদ্ধার করা হয়। স্থানীয় থানায় নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হয়।
শেখ সমীর তদন্তকারী কর্মকর্তাদের জানান, তিনি তার বাড়িতে জাল নোট ছাপতেন। এরপর বাউরিয়া থানা এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও ল্যামিনেশন মেশিন উদ্ধার করা হয়। দু’জনকেই আজ বিকেলে উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে।