চালসা, ১৮ জুন (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের মহাবাড়ি বস্তি এলাকায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে হামলা চালাল হাতি। ঘরের দেওয়াল ভেঙে নষ্ট করল আসবাবপত্র। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে মহাবাড়ি বস্তি এলাকায় চলে আসে। এরপর হাতিটি এলাকার সিভিক ভলান্টিয়ার বিকাশ রাউতের বাড়িতে হামলা চালায়। হাতির দেওয়াল ভাঙার শব্দ পেয়ে বিকাশ তাঁর স্ত্রী ও শিশুকে নিয়ে পালিয়ে কোনওভাবে প্রাণে বাঁচেন। এর আগেও তাঁর বাড়িতে হাতি হামলা চালিয়েছে বলে তিনি জানান। যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।