নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.) রবিবাসরীয় ভোরে দক্ষিণ দিল্লিতে আততায়ীর গুলিতে খুন হলেন দুই যুবতী। নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। এদিন ঘটনাটি ঘটে দিল্লির ড. আম্বেদকর বস্তিতে। এই ঘটনার জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পুলিশের অনুমান, আরকে পুরম এলাকায় ওই যুবতীদের দাদার সন্ধানে এসেছিল আততায়ীরা। কিন্তু তাঁকে না পেয়ে তাঁদেরই গুলি করে পালায় তারা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। তাঁদের বয়স যথাক্রমে ৩০ ও ২৯ বছর। দিল্লির ড. আম্বেদকর বস্তিতে বাস করতেন তাঁরা। রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ তাঁদের উপরে হামলা করে আততায়ীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ”দিল্লির আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব যাদের, তারা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর পরিবর্তে দিল্লি সরকারকে দখল করার চক্রান্ত করছে। যদি লেফটেন্যান্ট গভর্নরের পরিবর্তে আপের হাতে দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব থাকত তবে তা অনেক বেশি নিরাপদ স্থান হত।”