ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।।
দ্বিতীয় জয় পেলো চুং কাউ থাংগা ক্লাব। ‘বি’ গ্রুপের। রান রেটে চতুর্থ স্থানে রয়েছে ওই ক্লাব। পরাজিত হয়ে গ্রুপের শেষ স্থানে রয়েছে অঙ্কুর ইউনিট। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে রবিবার চুং কাউ থাংগা দল ডি এল এস ম্যাথডে ৫৮ রানে পরাজিত করে অঙ্কুর ইউনিটকে। অঙ্কুর ইউনিটের গড়া ১৭৬ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন চুং কাউ থাংগা ক্লাবের দরকার ছিলো ১৬ ওভারে ৬৮ রান। কিন্তু চুং কাউ থাংগা ক্লাব তখন করেছিলো ১২৫ রান। ফলে ডি এল এস ম্যাথডে জয় পায় চুং কাউ থাংগা ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অঙ্কুর ইউনিট ৩৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের পক্ষে রূপক বরুয়া ৩৪ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, চিরঞ্জীৎ গোপ ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, ললিত ভৌমিক ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সৈকত পাল ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে সুকান্ত রিয়াং (৪/২৩) এবং সমর রিয়াং (৩/৫৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে চুং কাউ থাংগা দল ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করার পরই মুষলধারে বৃষ্টি নামে। দলের পক্ষে ক্লিন্টন রিয়াং ২৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, অবিনন্দন রিয়াং ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সমর রিয়াং ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান।