স্পেন, ১৮ জুন(হি.স.): হলুদ জার্সি বাদেও অ্যাওয়ে ম্যাচ থাকলে নীল রঙের জার্সিও পরে দলটি। এবার হলুদ বা নীল নয়, কালো জার্সিতে মাঠে নামল সেলেসাও বাহিনী।
শনিবার ভারতীয় সময় রাত দেড়টায় স্পেনের বার্সেলোনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও গিনি। ম্যাচটিতে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য কালো জার্সি পরে মাঠে নেমেছিলব্রাজিল।
ম্যাচে ৪-১ গোলে জিতল ব্রাজিল। জোয়েলিনতন, রদ্রিগো, এদের মিলিতাও ও ভিনিসিউস জুনিয়র একটি করে গোল করেন।
খেলা শুরুর আগে ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘আজকের দিনটি বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্ণবাদের বিরুদ্ধে কোনো খেলা নেই। সেজন্য ব্রাজিলের ইতিহাসে এই প্রথমবার কালো জার্সিতে মাঠে নামবে দল। মাঠ এবং মাঠের বাইরে বর্ণবাদের বিরুদ্ধে জয় চাই। চলো একসাথে সেই যাত্রা শুরু করি।’