মথুরাপুর, ১৮ জুন (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ । কী কারণে এই বোমা বিস্ফোরণ তা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায়।
জানা গিয়েছে, আহত যুবকের নাম আরিফ হোসেন মোল্লা। রবিবার বাড়ির কাছেই বোমা বাঁধার কাজ করছিলেন ওই যুবক। তখনই আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় আরিফকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।