ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।।
অপরাজিত চ্যাম্পিয়ন হলেন উমাশঙ্কর দত্ত। ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে। প্রথমবর্ষ শ্যামলিমা প্রাইজমানি উন্মুক্ত দাবা প্রতিযোগিতায়। রবিবার শ্যামলিমা অ্যাপার্মেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হয় একদিনের ওই আসর। তাতে অংশ নেন ৯৮ জন দাবাড়ু। আসরে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করেন যথাক্রমে প্রসেনজিৎ নম:শুদ্র, দীপক চৌহান, অভিজ্ঞান ঘো্য এবং দেবাঙ্কুর ব্যানার্জি। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে ষষ্ঠ থেকে দশম স্থান দখল করেন যথাক্রমে অনুরাগ ভট্টাচার্য, স্বর্ণদ্বীপ নাথ, শাক্য সিনহা মোদক, দত্ত মেগনাস এবং রমেশ কলই। আসর শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া ক্রীড়া দপ্তরের অধিকর্তা ডক্টর সত্যব্রত নাথও উপস্থিত ছিলেন। পৌরহিত করেন সোসাইটির সহ-সভাপতি অলোক চক্রবর্তী স্বাগত ভাষণ রাখেন সম্পাদক নীলকমল পুরকায়স্থ। আসরে অনূর্ধ্ব-৭ বালক বিভাগে রোহিল সাহা, শ্রীজিৎ দে, মেট্রিক্স চেস আকাদেমির কানিস্ক চৌধুরি, বালিকা বিভাগে সমর্পিতা সরকার, অনূর্ধ্ব-৯ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির রুদ্র মজুমদার, অভ্রনীল দে, পীতম্বর দেবনাথ, বালিকা বিভাগে আরাধ্যা দাস, নিলাক্ষী দাস, অনূর্ধ্ব-১১ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথ, মেহেকদ্বীপ গোপ, অনুপম নাথ, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির সায়নিকা বনিক, অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে আয়ুষ সাহা, দেবজিৎ দে, জ্যোতিরাদিত্য রায়, বালিকা বিভাগে আকৃতি দেবনাথ এবং মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার রাধিকা মজুমদার প্রথম দুটি স্থান দখল করে। এছাড়া সেরা ভেটারেন দাবাড়ু-র পুরস্কার পেয়েছেন রাণু চন্দ্র দাস। আজ ক্রীড়ামন্ত্রী শ্যামলীমা অ্যাপার্টমেন্টে ওপেন জিমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।