নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ সাব্রুম নগর পঞ্চায়েতের ৯নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় রাজেশ দে’র দেড় মাসের শিশু কন্যা বজ্রপাতের ফলে মারা যায়৷ কিন্তু পরিবারের লোকজন শিশুকে হাসপাতালে নিয়ে যায়নি৷ বাড়ির পাশের জঙ্গলে শিশুর মৃতদেহ গর্ত করে মাটি চাপা দেওয়া হয়৷ ঘটনা জানতে পেরে মহকুমা শাসকের নির্দেশে সাব্রুম থানার পুলিশ গিয়ে মাটি খুঁড়ে শিশুকন্যার মৃতদেহ তুলে আনে ময়নাতদন্তের জন্য৷
2023-06-18