দেরাদুন, ১৮ জুন (হি. স.) : উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজভবনে উত্তরাখণ্ডের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং (সেনি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন৷ রবিবার সকালে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তাঁদের মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা হয়।