নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ মুঙ্গিয়াকামীতে বজ্রপাতে একই পরিবারের শিশুসহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের স্থানীয় হাসপাতাল থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বজ্রপাতে আহত শিশু,মহিলা সহ একই পরিবারের ৩জন৷ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সন্ধায় তেলিয়ামুড়া মহুকুমার মুঙ্গিয়াগামীতে৷ জানা যায়,শুক্রবার সকাল থেকেই তেলিয়ামুড়া মহুকুমায়ও তীব্র ঝড়বৃষ্টি সহ বজ্রপাত হয়৷ সেই সময় মুঙ্গিয়াগামী এলাকায় নিজ ঘরেই ছিল সকলে৷ আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়৷ ফলে গুরতর আহত হয় ৩জন৷ আহতদের চিৎকার শুনে তাদের ঘরে ছুটে আসেন এলাকার লোকজন৷ লোকজন এসে আহতদের উদ্ধার করে মুঙ্গিয়াগামী হাসপাতালে নিয়ে যান৷ সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে রীতীমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
2023-06-17