ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে কুশার ঘাট তরুণ সংঘ। হারিয়েছে মুহুরী পুর জনকল্যাণ সমিতিকে। যদিও আজ শনিবারের ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতির জন্য এই পরাজয় তেমন কোন সমস্যা হয়নি। কেননা মুহুরিপুর জনকল্যাণ সমিতি ইতিমধ্যে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট পেয়ে মুল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। তবে কুশার ঘাট তরুণ সংঘের পক্ষে শেষ ম্যাচে সান্তনার জয় পেয়ে তারা খুব আনন্দিত। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ড এ ম্যাচ শুরুতে টস দিতে কুশারঘাট তরুণ সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ২৩ করা হয়। সীমিত ২৩ ওভারে কুশারঘাট তরুণ সংঘ নয় উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ১৪১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। মুহুরিপুর জনকল্যাণ সমিতির প্রশান্ত দেবনাথ সর্বোচ্চ ৪৩ রান করে। তবে কুশার ঘাটের অঙ্কিত পাল ২৯ রানে ৫ উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।
2023-06-17