রাতের তাপমাত্রা চড়ল জম্মু ও কাশ্মীরে, আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস

শ্রীনগর, ১৭ জুন (হি.স.): আগামী ২৪ ঘন্টা জম্মু ও কাশ্মীরে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাসের কথা জানাল আবহাওয়া দফতর। শনিবার সমগ্র জম্মু ও কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে রাতের তাপমাত্রা। আপাতত জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। ২৪ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তারপরে ২৩ জুন থেকে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামের তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস ও লাদাখের লেহ-তে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।