চোপড়ায় পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি মদ, গ্রেফতার তিন

চোপড়া, ১৭ জুন (হি. স.) : বিহারে পাচারের আগে উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগছ মিশন মোড় এলাকা থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার বিদেশি মদ । শুক্রবার গভীর রাতে বিদেশি মদ সহ দু’টি গাড়ি আটক করে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দিলীপ কুমার যাদব, পরভেজ আলম ও ফুলেস্বর যাদব। তাদের বাড়ি বিহারের আরারিয়া জেলায়। শুক্রবার রাতে চোপড়ার কালাগছ মিশন মোড় এলাকা থেকে দু’টি গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *