ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত ভলিবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। দ্বিতীয় দিনের প্রথম খেলায় বেড়িমুরা ব্রেভ ক্লাব ২-০ সেটে অরবিন্দ সংঘকে পরাজিত করেছে। ২৫-১৫ ও ২৫-২০ পয়েন্টে অরবিন্দ সংঘকে হারিয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিকাশ সাহা ও সঞ্জয় সাহা। দ্বিতীয় খেলায় এমবিবি কলেজ ভলিবল সেন্টার দুই-শুন্য সেটে আগরতলা ভলিবল ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দল ২৫-২১ ও ২৫-২৩ পয়েন্টে জয়ী হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উত্তম মালাকার ও বিশ্বজিৎ দাস। আগামীকাল প্রথম খেলায় ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব-বি দল খেলবে বেড়িমুরা ব্রেভ ক্লাবের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব-এ দল খেলবে আগরতলা ভলিবল ক্লাবের বিরুদ্ধে।
2023-06-16