নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্মার্ট ক্লাস৷ বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন করে উদ্বোধন হলেন প্রাইমারি সেকশন৷ স্মার্ট ক্লাস ও অত্যাধুনিক ল্যাব সহ আরো বেশ কয়েকটি প্রকল্প গৃহীত হয়েছে৷ শুক্রবার স্মার্ট ক্লাস উদ্বোধনে অনুষ্ঠানে শিক্ষা অধিকর্তা সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার স্মার্ট ক্লাস চালু করা সহ অন্যান্য অত্যাধুনিক বিষয় যুক্ত করা হয়েছে৷ রাজ্যের মোট ৩৪টি স্থানে এ ধরনের সুযোগ সুবিধা সম্প্রসারিত করা হবে বলে তিনি জানান৷ স্মার্ট ক্লাস ব্যবস্থা চালু করায় ছেলেমেয়েরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার সুযোগ পাবে বলে অধীনে অভিবাদ ব্যক্ত করেন৷ এদিন এ উপলক্ষে বৃক্ষরোপন অনুষ্ঠান হয়৷যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যী৷ এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দন ও সুকল শিক্ষা দপ্তরের অধিকর্তা সুভাশিষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা৷
2023-06-16