এসডিএম স্কুল: ১৩(সাচলাং ৪, সঞ্জিত, খাবাই ২, বিজয় ৩, মাশিয়া ৩)
উমাকান্ত: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। দুর্দান্ত খেলেছে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলের ছেলেরা। প্রথমত, সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ। দ্বিতীয়ত, পর পর দুই ম্যাচে হেরে যাওয়ায় দুই দলের কাছেই গুরুত্বহীন ম্যাচ। কাগজে-কলমে নিয়ম রক্ষার ম্যাচ হলেও মাঠে যারা খেলছে, তারা কিন্তু দুর্দান্ত লড়াই করেছে। রেজাল্ট হয়েছে একতরফা অর্থাৎ যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল ১৩-০ গোলের বিশাল ব্যবধানে উনাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করেছে। ঐ প্রেক্ষাপটে এবারকার কাজল মেমোরিয়াল অনূর্ধ্ব ১৪ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলকে তৃতীয় স্থানাধিকারী দল বলে আখ্যা দেওয়া যায়। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত আন্তঃস্কুল ফুটবলের সুপার লিগের পঞ্চম ম্যাচে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল একতরফা খেলে প্রথমার্ধেই ৫-০ গোলে লিড নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও আটটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ১৩-০ হয়। বিজয়ী দলের পক্ষে সাচলাং দেববর্মা একাই হ্যাটট্রিকসহ চারটি গোল করে। খেলার ৫ মিনিটের মাথায় প্রথম গোলটি হয় সাচলাং-এর পা থেকেই। এছাড়া, বিজয় দেববর্মা ও মাসিয়া দেববর্মা দুজনের তিনটি করে গোল তথা জোড়া হ্যাটট্রিক চোখে পড়ার মতো। প্রথমার্ধের ১০ ও ১৩ মিনিটের মাথায় খাবাই দেববর্মার পর পর দুটি গোল স্পটারের নজর কেড়েছে। খেলার সাত মিনিটের মাথায় সঞ্জিত কুমার জমাতিয়ার একমাত্র গোলটিও ছিল দর্শনীয়। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী দলের সান জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, লিটন সাহা, রাজীব ত্রিপুরা ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: মতিনগর স্কুল দল বনাম সেন্ট পলস্ স্কুল, বিকেল চারটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।