স্ফুলিঙ্গ- ১৬৪ & ৪৫/২
ইউ. ফ্রেন্ডস- ৪১৯/৯ (ডি:)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। দ্বিমুকুট নিশ্চিত হয়ে গেলো ইউনাটেড ফ্রেন্ডস-এর। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের যা অবস্থা তাতে ইউনাটেড ফ্রেন্ডস-এর পরাজিত হওয়ার কোনও সুযোগ নেই। বরং শেষ দিনে জয়ের জন্য ঝাপাবেন রজত দে-রা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদেই দ্বিমুকুট জয় নিশ্চিত হয়ে গেলো ইউনাটেড ফ্রেন্ডস-এর। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেট ২০১৯-২০ সেশনে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে স্ফুলিঙ্গ-র গড়া ১৬৪ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪১৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ২৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে স্ফুলিঙ্গ ২ উইকেট হারিয়ে ৪৫ রান করে। এখনও ২১০ রান পিছিয়ে দীপক ভাটনাগরের দল। আগামীকাল পরাজয় এড়াতে মাঠে নামবে স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গের ১৬৪ রানের জবাবে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করেছিলো ইউনাটেড ফ্রেন্ডস। শুক্রবার দ্বিতীয় দিনে দলকে পাহাড় সমান রানে নিয়ে যেতে যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দীপক ক্ষৈত্রী । স্ফুলিঙ্গের বোলারদের অনেকটা নীচুমানে নামিয়ে এনে স্কোরবোর্ড সচল রাখেন ওই অলরাউন্ডারটি। দীপককে দলের অন্য ব্যাটসম্যানরা তেমন সহযোগিতা না করলেও একাই মারমুখি খেলে দ্বিমুকুট অনেকটা নিশ্চিত করে দেন ডানহাতি ওই ব্যাটসম্যানটি। দীপক ২৫১ বল খেলে ২৭ টি বাউন্ডারি ও ১৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮৭ রানের চোখঝলসানো ইনিংস খেলেন। এছাড়া, শুভম ঘোষ ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডস ৮২.৪ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪১৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। স্ফুলিঙ্গের পক্ষে বৈভব পাল (৩/১০০), দ্বীপ্তনু চক্রবর্তী (২/৯৯) এবং চিরঞ্জীৎ পাল (২/১০৩) সফল বোলার। ২৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে দিনের শেষ বল পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪৫ রান করে স্ফুলিঙ্গ। সম্রাট সূত্রধর ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায ২৬ এবং জয়দীপ বনিক ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে অপরাজিত থেকে যান। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে রজত দে ২ উইকেট পেয়েছেন।