সি-ডিভিশন ফুটবল : গ্র‌্যাব্রিয়ালের হ্যাটট্রিকে বড় জয় স্কাইলার্ক-‌এর

স্কাইলার্ক- ৫(গ্যাব্রিয়াল ৩, গৌরাঙ্গ, আদি)‌ 

ইউ বিএসটি: ১(অমৃত‌)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ইউনাইটেড বি এস টিকে নাস্তানুবাদ করে জয় পেলো স্কাইলার্ক ক্লাব। হোলিক্রশ স্কুলের প্রাক্তন একঝাঁক পাহাড়ি বিছেদের নিয়ে দল গড়ে স্কাইলার্কের চন্দন সেন। ‌আর ওই পাহাড়ি বিছেদের দাপটেই নাজেহাল হলো ইউ বি এস টি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার সকালে স্কাইলার্ক হাফ ডজন গোলে জয় পেতে পারতো ইউ বি এস টি-‌র বিরুদ্ধে। ম্যাচে হ্যাটট্রিক করেন গ্র‌্যাব্রিয়াল রিয়াং। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন স্কাইলার্কের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। গতি,‌ শক্তি এবং দক্ষতা-‌ তিন বিভাগেই অশোক হরিজন-‌এর ফুটবলারদের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন চন্দন সেন-‌এর দলের ফুটবলাররা। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠ অনেকটাই পিচ্ছিল হয়ে পড়েছিলো। এখানেই পিছিয়ে ইউ বি এস টি-‌র ফুটবলাররা। কিছুটা পিচ্ছিল মাঠে খেলতেই পারেনি ইউ বি এস টি-‌র ফুটবলাররা। তারপরও প্রথমার্ধে আটকে রেখেছিলো স্কাইলার্ক। দ্বিতীয়ার্ধে দমের ঘাটতি দেখা দেয় ইউ বি এস টি-‌র ফুটবলারদের মধ্যে। ওই সুযোগটা পুরো কাজে লাগিয়ে একের পর এক জাল নাড়াতে থাকেন স্কাইলার্কের ফুটবলাররা। ম্যাচের ৫৬, ৬৪ এবং ৭৯ মিনিটে গোল করে আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে গ্র‌্যাব্রিয়াল রিয়াং। এছাড়া ৬২ মিনিটে গৌরাঙ্গ রিয়াং এবং ম্যাচ শেষ হওয়ার দু-‌মিনিট আগে আদি দেববর্মা গোল করেন। এরই মাঝে ৭৬ মিনিটে ইউ বি এস টি-‌র পক্ষে সান্তনার গোল করেন অমৃত ঘোষ। শেষ পর্যন্ত ৫-‌১ গোলে জয় পায় স্কাইলার্ক। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজীত দলের সুজয় দেবনাথ-‌কে।  ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *