নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ এবছরও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে আগরতলা ইসকন মিশনের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে৷ উপলক্ষে সপ্তাহ ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ইসকন মিশন এ বছরও ঘটা করে পালন করা হবে রথযাত্রা উৎসব৷ আগামী ২০ জুন বিকাল ৩ টায় মঠ চৌমুহনিস্থিত ইসকন মন্দির থেকে বের হবে এই রথযাত্রা৷ রথের রশিতে টান দেওয়ার জন্য উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ,মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মেয়র দীপক মজুমদারসহ অগণিত ভক্তরা৷ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ি তথা এবছর গুরুজি কনফারেন্স হলে সাতদিনের জন্য থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা৷ সাত দিনব্যাপী সেখানে হবে বিভিন্ন অনুষ্ঠান এবং ভক্তদের প্রত্যেকদিনই খাওয়ানো হবে প্রসাদ৷ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানান যুগ্ম অধ্যক্ষ ইসকন মিশন শ্রীদাম গোবিন্দ দাস৷