আগরতলা, ১৫ জুন(হি.স.) : মণিপুরে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ত্রিপুরায় বসবাসকারী মণিপুরী সম্প্রদায়ের পাঁচটি সংস্থা। তাঁরা যৌথভাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার উমাকান্ত মাঠ থেকে তাঁদের র্যালি শুরু হয়ে জেলা শাসক অফিসে গিয়ে শেষ হয়েছে।
ওই সংস্থাগুলির জনৈক সদস্য বলেন, গত মে মাস থেকে মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে রয়েছে। যে ধরনের অপ্রীতিকর ঘটনা মণিপুরে অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছে তা কোনভাবেই থামানো যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকার তা সামাল দিতে ব্যর্থ হয়েছে। মণিপুরের সহিংস পরিস্থিতি ৩৫৫ ধারা জারির পরেও বৃহৎ আকারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এরপরও এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এবং সেখানে অবস্থানের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিতে অনিচ্ছুক। কেন্দ্রীয় সরকার চাইলে মাত্র কয়েকদিনের মধ্য পুরো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন ও তাঁদের সম্পদ ধ্বংস হচ্ছে।
তাঁর অভিযোগ, দুটি ভ্রাতৃ জনগোষ্ঠী কুকি ও মেইতেই সম্প্রদায় রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে। একটি বিভেদকামী শক্তি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘাত করাচ্ছে। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গণ ডেপুটেশন শেষ কথা নয়। অতিসত্বর মণিপুরে শান্তি ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে তিনি হুশিয়ারী দিয়েছেন।