আগরতলা, ১৫ জুন (হি.স.) : ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে ফের স্বাস্থ্য দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরামের প্রতিনিধি দল। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
প্রশিক্ষণপ্রাপ্ত জনৈক ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, ত্রিপুরায় সর্বশেষ ২০১৭ সালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর নতুন কাউকেই ওই পদে নিয়োগ করেনি। ত্রিপুরাতে মোট ২৩টি মহকুমা ভিত্তিক হাসপাতাল রয়েছে। এর মধ্যে ৫টি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট রয়েছে, বাকি হাসপাতালে নেই। ত্রিপুরায় বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপিস্ট কর্মীর অভাবে পরিষেবায় ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, আরটিআই–র মাধ্যমে জানা গেছে স্বাস্থ্য দফতর থেকে ১০টি শূন্যপদ রয়েছে। তারপরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি। তাই আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি।
তিনি আরো জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সকলকেই আশ্বাস দিয়েছেন অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।