BRAKING NEWS

টিসিএ-র উদ্যোগে ভিডিও অ্যানালিস্ট কোর্স-পরীক্ষার আবেদনপত্র আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। আম্পায়ারিং, স্কোরিং-এর পর এবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ভিডিও অ্যানালিস্ট বিষয়ের উপরও গুরুত্ব দিচ্ছেন। টিসিএ-র উদ্যোগে খুব শীঘ্রই ভিডিও অ্যানালিস্টর কোর্স কাম পরীক্ষা শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি জুন মাসের শেষ সপ্তাহে এই কোর্স শুরু করার উদ্যোগ রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে উপযুক্ত প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করেছেন। রাজ্যের প্রাক্তন ক্রিকেটার পুরুষ অথবা মহিলা, অথবা ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন কেউ এই কোর্স কাম পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এমবিবি স্টেডিয়ামে এই ভিডিও অ্যানালিস্ট কোর্সের সেমিনার হবে। আগ্রহীদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। নোলেজ থাকতে হবে ভিডিওগ্রাফি সম্পর্কেও। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম গ্র্যাজুয়েট হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর অর্থাৎ ১-১-১৯৭৮ বা তারপরে যাঁদের জন্ম তারাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৯ জুনের মধ্যে টিসিএ অফিসে প্রতিদিন বেলা ১১ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে, ছুটির দিন ব্যতিরেকে, আবেদন পত্রের সম্পূর্ণ বায়োডাটা উল্লেখ করে জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের নিজস্ব ল্যাপটপ থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *