BRAKING NEWS

কর আদায়ের পরিমাণ বৃদ্ধি করার উপর অর্থমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বুধবার আগরতলা টাউন হল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রিপ্রেসার ট্রেনিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী রাজ্যের উন্নয়নের স্বার্থে বৈধভাবে কর আদায়ের পরিমাণ আরো বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ রাজ্যে কর আদায়ের পরিমান খুবই সীমিত৷ রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে রাজস্ব আদায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র৷ সঠিক পরিমাণ রাজস্ব আদায় না হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়৷ এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কর দফতরে কর্মরত অফিসার সহ সকল স্তরের কর্মীদের৷ বুধবার আগরতলা  টাউনহলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রিপ্রেসার ট্রেনিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই আহ্বান জানান৷ তিনি বলেন করদাতারা যাতে সঠিক পরিমাণ কর যথাসময়ে মিটিয়ে দেন সে ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করতে হবে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী৷ শুধু আগরতলা নয় রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের রিপ্রেসার ট্রেনিং প্রোগ্রাম করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ অর্থমন্ত্রী বলেন রাজ্যে দক্ষ অফিসারের কোন অভাব নেই৷ তারা যাতে তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগান সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন অর্থ মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *