বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিলে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷  বিশালগড়ের পশ্চিম লক্ষীপুর এলাকায় মঙ্গলবার রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ একের পর এক চুরির ঘটনা বিশালগড়ে৷ তা সত্ত্বেও পুলিশ  কুম্ভনিদ্রায় নেভৃত৷ পশ্চিম লক্ষিবিল এলাকায় এক ব্যক্তির দোকানে চুরি চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়  মঙ্গলবার গভীর রাতে বিশালগড় পশ্চিম লক্ষীবিল এলাকার খগেন্দ্র বনিকের দোকানে চোরের দল হানা দিয়ে দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে  দোকানে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়৷ বুধবার সকালে দোকান মালিক দোকানে এসে দোকান খুলতেই চুরির  ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ দোকান মালিক  জানান প্রায় ১৫ হাজার টাকার জিনিস নিয়ে গেছে চোরের দল৷ পাশাপাশি দোকানে থাকা নগদ চার হাজার টাকাও লুট করে নিয়েছে চোরের দল৷ এদিকে, ঘটনার  খবর পাঠানো হয় বিশালগড় থানায়৷  অবাক করার বিষয় হচ্ছে পুলিশ ঘটনার খবর পাওয়া সত্ত্বেও প্রায় চার ঘণ্টা পর ঘটনাস্থলে আসে এবং প্রতিবারের মতো নামকাওয়াস্তে একটি মামলা হাতে নিয়ে চলে যায়৷ অন্যদিকে স্থানীয়দের বক্তব্য এলাকার বখাটে নেশখোর যুবকরাই এই চুরির ঘটনা ঘটিয়েছে৷ তবে পুলিশ যদি রাতে সঠিকভাবে টহলদারি চালাতো তাহলে এই ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেতো না বলে দাবি স্থানীয়দের৷৷ এলাকায় রাত্রি কালীন পুলিশটল বাড়ানোর দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *