কোচবিহার, ১৩ জুন (হি. স.) : কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ধৃত এক পরিবারের চারজন বাংলাদেশী নাগরিক। রমেশ বর্মণ (৪৮), তার মা, স্ত্রী ও ছেলেসহ মোট চারজনকে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, রমেশ বর্মন তার পরিবারসহ জীবিকার প্রয়োজনে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ২ হাজার ৮৫৫ বাংলাদেশি টাকা, একটি মোবাইল ও দুটি ভারতীয় ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রী বাংলাদেশিদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।