বিপর্যয়-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, ঘূর্ণিঝড়ের অবস্থান ফের জানাল আইএমডি

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, ভয়ও বাড়ছে ততটাই। মঙ্গলবার সকালে গুজরাটের দ্বারকার গোমতীঘাটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে সমুদ্র উত্তাল হতে দেখা যায়, বইতে থাকে প্রবল বেগে হাওয়া। মুম্বইয়েও একইরম আবহাওয়া ছিল, সেখানেও সমুদ্র ছিল উত্তাল।

এদিকে, মঙ্গলবার সকালে আরও একবার ঘূর্ণিঝড়ের অবস্থান জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৩ জুন ভোররাত ২.৩০ মিনিট নাগাদ উত্তর-পূর্ব এবং পার্শ্ববর্তী পূর্ব-মধ্য আরব সাগরে, পোরবন্দর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং জাখাউ বন্দরের ৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ১৫ জুন সন্ধ্যার মধ্যে জাখাউ বন্দরের কাছে সৌরাষ্ট্র ও কচ্ছ অতিক্রম করবে।