বেঙ্গালুরু, ১৩ জুন (হি.স.): অপেক্ষা আর মাত্র কিছু দিনের, আগামী মাসের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩। এমনটাই জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথ। চন্দ্রযান-৩ হল ইসরোর লুনার মিশনের তৃতীয় সংস্করণ। এস সোমনাথ যদি পরীক্ষা পরিকল্পনামাফিক হয়, তাহলে ১২ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩।
সোমবার কোট্টায়াম জেলার ভাইকামে কোথাভারা সেন্ট জেভিয়ার্স কলেজে বক্তৃতা রাখছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানান, ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে ইতিমধ্যেই শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের লঞ্চ পেডে পৌঁছেছে চন্দ্রযান-৩। চূড়ান্ত প্রস্তুতি চলছে, সবকিছু এ মাসের শেষে সম্পন্ন হবে। ১২ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩।

