নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় কাজে যোগ দেওয়ার সুযোগ দিতে মঙ্গলবার শিক্ষা অধিকর্তার কাছে আবেদন পত্র জমা দিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকরা৷
রাজ্য সরকার ১০৩২৩ শিক্ষকদের করার যে নির্দেশ জারি করেছিল তা বাতিল করে দিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ এমনই দাবি করে চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশ মঙ্গলবার শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে তাদেরকে পুনরায় চাকুরীতে যোগদান করার সুযোগ দিতে শিক্ষা অধিকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন৷
তাড়াতাড়ি করেন গত ৩মে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নাকি এক রায় দিয়েছে যে করোনাকালীন সময় তাদের যে টার্মিনেশন করা হয়েছিল সেটা নাকি অবৈধ৷ তাই আজ তাদের চাকুরী কন্টিনিউ রাখার জন্য শিক্ষা দপ্তরে তারা দাবিপত্র জমা করেন৷