পুত্রের হাতে আক্রান্ত হয়ে বৃদ্ধ পিতা হাসপাতালে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ আবারো সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটলো বিশালগড়ের নাড়াউড়া এলাকায়৷ পুত্রের হাতে আক্রান্ত হয়ে বৃদ্ধ পিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷  সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷ সোমবার রাতে বিশালগড় থানাধীন নাড়াউড়া এলাকায় ছেলে আশিক উদ্দিনের হাতে আক্রান্ত বাবা আব্দুল রহিম৷ সামান্য কথা কাটাকাটি নিয়ে বাবাকে মেরে আধমরা করেছে ছেলে৷ বৃদ্ধ পিতার আর্ত চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷অগ্ণি নির্বাপক দফতরের কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে  অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে রেফার করা হয় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে৷ আশ্চর্যের বিষয় বৃদ্ধ একা হাসপাতালে পড়ে থাকলেও বাড়ি থেকে কেউ আসেনি৷ এ ধরনের অমানবিক ঘটনার সং বাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে বিশালগড় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ গুণধর পুত্রকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *