নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): অত্যন্ত ধীর গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গতিবেগ ঘন্টায় ৫ কিলোমিটার।
ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) ডিরেক্টর জেনারেল (ডিজি) মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড় বিপর্যয় ঘন্টায় ৫ কিলোমিটার গতিবেগে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং ১৪ জুনের পরে দিক পরিবর্তন করবে। ঘন্টায় ১২৫-১৩৫ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ-সহ একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় সৌরাষ্ট্র, কচ্ছ এবং পাকিস্তান উপকূলে আঘাত হানতে পারে ১৫ জুন বিকেলে। ১৪-১৫ জুন সৌরাষ্ট্র, কচ্ছে ভারী বৃষ্টি হবে।”
আইএমডি-র ডিরেক্টর জেনারেল (ডিজি) মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানিয়েছেন, আমরা ১৪ জুন কমলা সতর্কতা এবং ১৫ জুনের জন্য সমস্ত জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছি। ১৫ জুন থেকে আমরা ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল দেখতে পাব এবং উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হব। আমরা জনগণকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানাচ্ছি।

