ওয়াশিংটন, ১২ জুন (হি.স.): ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়। মেরিল্যান্ডে বাড়িতে ঢুকে গুলি চালাল আততায়ী। মৃত্যু হয়েছে ৩ জনের। জখম অন্তত ৭। আমেরিকার মেরিল্যান্ড থেকে ৩০ মাইল দূরে অ্যানাপোলিস। সেখানে প্যাডিংটন প্লেস নামে এক বাড়িতে রবিবার রাতে পার্টির আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন অনেকে। আচমকা সেখানে ঢুকে গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা করা হয়েছে। জানা গিয়েছে, আততায়ীকে চিনতেন আক্রান্তরা। দুষ্কৃতীকে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ। পুলিশ প্রধান ইডি জ্যাকসন জানিয়েছেন, যাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকবাজ, তাঁরা সকলেই একে অপরের চেনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।