টিএফডিপিসির এমডি-কে ডেপুটেশন রাবার শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷  রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি রাবার বাগান গুলি জবর দখলকারীদের কাজ থেকে মুক্ত করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টর এর কাছে সোমবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা জনতা রাবার মজদুর সংঘ৷ রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার হেক্টর রাবার বাগান জবরদখল করে নিয়েছে একাংশের লোকজন৷ এর ফলে টি এফ ডিপিসি পরিচালিত রাবার বাগান গুলিতে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে৷ ফলে রাবার বাগানের শ্রমিকরা অসহায় হয়ে পড়তে শুরু করেছেন৷ উদ্ভূত পরিস্থিতিতে জবরদখলকৃত রাবার বাগান গুলি দখলমুক্ত করে টি এফ ডিপিসির অন্তর্ভুক্ত করার জোরালো দাবী জানিয়েছে ত্রিপুরা জনতা রাবার মজদুর সংঘ৷ সংগঠনের পক্ষ থেকে মোট ১২ দফা দাবিতে সোমবার ম্যানেজিং ডিরেক্টর এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *