নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ এক- দুই মাসের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে রাজ্যে৷ নেশা বিরোধী প্রচার কর্মসূচীতে সবচেয়ে বেশি যোগদান রয়েছে ত্রিপুরা পুলিস টি এস আরের৷ সোমবার একথা বললেন রাজ্য পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন৷
আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়নের কার্যালয়ে হয় রক্তদান শিবির৷ পুলিস মহানির্দেশক ছাড়াও টি এস আরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ জওয়ান ও পরিবারের সদস্যরা এতে রক্তদান করেন৷ উদ্বোধন প্রশিক্ষণ কেন্দ্রের৷ এসবের সূচনা করেন পুলিস মহানির্দেশক৷ড্রাগসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এদিন একটি নাটকও মঞ্চস্থ করেন প্রয়াস কর্মসূচীর অঙ্গ হিসেবে৷ শিবিরে বেশ উৎসাহ নিয়ে রক্তদান করেন জওয়ানরা৷ মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, প্রয়াসের মাধ্যমে রক্তদান শিবির জারি থাকবে৷
2023-06-12

